একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হওয়ার পর সারা দেশে ১১৩ প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। এদের ৯৭ জনই প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের (ধানের শীষ) প্রার্থী। এর মধ্যে বিএনপিরই রয়েছেন ৬৭ জন। জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি, এলডিপি, এনপিপি, গণফোরামের ৬ প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় প্রথম বর্জনের ঘোষণা আসে ধানের শীষ প্রতীকে খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) নির্বাচনে অংশ নেয়া জামায়াতের নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ারের কাছ থেকে। এরপর জামায়াত নেতারা একের পর এক ভোট বর্জন করতে থাকেন। দুপুরে বিবৃতি দিয়ে দলের নির্বাচন বর্জনের ঘোষণা দেন সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। জামায়াতের ২১ প্রার্থী ধানের শীষ প্রতীকে, তিন প্রার্থী স্বতন্ত্র হিসেবে রোববারের নির্বাচনে অংশ নেন।এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের তিন প্রার্থী, জাতীয় পার্টির ৫ প্রার্থী ও বাসদের এক প্রার্থী নির্বাচন এদিন বর্জনের ঘোষণা দিয়েছেন। এর বাইরে ৭ স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন এদিন। এর মধ্যে ঢাকা-১ আসনে মোটরগাড়ি মার্কার প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি রয়েছেন।
বর্জনের কারণ হিসেবে এসব প্রার্থী কারচুপি, ভোট শুরুর আগেই ব্যালটে সিল দিয়ে বাক্স ভরিয়ে রাখা, এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেয়া, হামলা-মারধর, কেন্দ্র দখল, মুখ চিনে ভোটারদের ঢুকতে দেয়া, ভোটারদের প্রকাশ্যে সিল দিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগ করেছেন। এসব প্রার্থী সেইসঙ্গে পুনর্নির্বাচনও দাবি করেছেন। যুগান্তরের স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) ধানের শীষের প্রার্থী জামায়াতের নায়েবে আমীর মিয়া গোলাম পরওয়ার। খুলনা-১ আসনের (দাকোপ-বটিয়াঘাটা) বিএনপি প্রার্থী আমির এজাজ খান ও জাতীয় পাটির প্রার্থী (লাঙ্গল) সুনীল শুভরায়। খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল। খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) ঐক্যফ্রন্টের প্রার্থী আবুল কালাম আজাদ।
ঢাকা : ঢাকা-১৭ (গুলশান, বনানী, ঢাকা সেনানিবাস ও ভাষানটেক) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
নগরকান্দা (ফরিদপুর) : ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। তিনি ভোটও দেননি।
বাগেরহাট : বাগেরহাটের ৪ আসনেই ঐক্যফ্রন্টের প্রার্থীরা বর্জনের ঘোষণা দিয়েছেন। এরা হলেন- ১-এর প্রার্থী বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শেখ মাসুদ রানা ও ২-এর প্রার্থী জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, ৩-এ (রামপাল-মোংলা) জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদ এবং ৪-এ (মোড়েলগঞ্জ-শরণখোলা) জামায়াত নেতা অধ্যাপক আবদুল আলীম।
সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর-কালীগঞ্জ) ধানের শীষের প্রার্থী জামায়াতের গাজী নজরুল ইসলাম।
শেরপুর : শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরী ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
চট্টগ্রাম, লোহাগড়া, সাতকানিয়া ও হাটহাজারী : চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক। চট্টগ্রাম-১৫ আসনে (লোহাগড়া-সাতকানিয়া) কারাগারে থাকা ধানের শীষের প্রার্থী আনম শামসুল ইসলাম।
পাবনা ও ঈশ্বরদী : পাবনা ৪-এ বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি যুগান্তরকে বলেন, এত অত্যাচার, নির্যাতন ও অনিয়ম সহ্য করে নির্বাচনে থাকা সম্ভব নয়। পাবনা-৫ আসনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইন।
ময়মনসিংহ : ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি প্রার্থী আফজাল এইচখান, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এএইচএম খালেকুজ্জামান, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির প্রার্থী খুররম খান চৌধুরী, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ঐক্যফ্রন্টের সৈয়দ মাহবুব মোর্শেদ (এলডিপি) ও ময়মনসিংহ-১১ আসনের ফখরুদ্দিন বাচ্চু।
মাদারীপুর ও কালকিনি : মাদারীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্য। মাদারীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার।
রাজশাহী : রাজশাহী-৪ (বাগমারা) আসনে বিএনপির প্রার্থী আবু হেনা।
বগুড়া : বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি প্রার্থী মাছুদা মোমিন ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন নয়ন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ।
শরীয়তপুর : শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের ৬ আসনের ৫টিতেই ধানের শীষের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন। তারা হলেন- সিরাজগঞ্জ-১ আসনে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, সিরাজগঞ্জ-২ আসনে রুমানা মাহমুদ, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল মান্নান তালুকদার, সিরাজগঞ্জ-৪ আসনে মাওলানা রফিকুল ইসলাম খান ও সিরাজগঞ্জ-৫ আসনে আমিরুল ইসলাম খান আলীম।
রাজবাড়ী : রাজবাড়ী-১ আসনে বিএনপি প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। রাজবাড়ী-২ আসনে বিএনপি প্রার্থী নাসিরুল হক সাবু।
টাঙ্গাইল : ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী ভোট বর্জন করেছেন। এরা হচ্ছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে শহিদুল ইসলাম সরকার, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনে কারাবন্দি সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে লুৎফর রহমান আজাদ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গৌতম চক্রবর্তী।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
কুষ্টিয়া ও দৌলতপুর : কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু।
গাইবান্ধা : গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী কাজী মশিউর রহমান।
নোয়াখালী : নোয়াখালী-৪ আসনে (সদর ও সুবর্ণচর) ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুল হান্নান। নোয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী জয়নুল আবদিন ফারুক।
রাজবাড়ী : রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনে বিএনপির নাসিরুল হক সাবু।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বিএনপির প্রার্থী খোন্দকার আবদুল হামিদ ডাবলু।
রংপুর : রংপুর-১ আসনের সিংহ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক।
দিনাজপুর : দিনাজপুর-৬ আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা আনোয়ারুল ইসলাম ও দিনাজপুর-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান সামি।
নওগাঁ : নওগাঁ-৪ (মান্দা) আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সামসুল আলম প্রামাণিক।
ভোলা : ভোলা-৪ আসনে বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন আলম।
যশোর ও বেনাপোল : যশোরের ৪ আসনের ৬ প্রার্থী বর্জনের ঘোষণা দেন। তারা হলেন- যশোর-১ আসনে (শার্শা) বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ আসনে (ঝিকরগাছা-চৌগাছা) জামায়াতের আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, যশোর-৪ আসনে (বাঘারপাড়া-অভয়নগর) জাতীয় পার্টির প্রার্থী জহুরুল হক জহির ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম মার্কার প্রার্থী মুহম্মদ আলী জিন্নাহ এবং যশোর-৫ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কামরুল হাসান বারি ও ধানের শীষের প্রার্থী জমিয়তে ওলামায়ে ইসলামের নেতা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস।
ঝিনাইদহ : ধানের শীষের ৩ প্রার্থী বর্জন করেছেন। ঝিনাইদহ-১ আসনের আসাদুজ্জামান, ঝিনাইদহ-৪ আসনে মো. সাইফুল ইসলাম ফিরোজ ও ঝিনাইদহ-৩ আসনে মতিয়ার রহমানের পক্ষে তার প্রধান এজেন্ট ফারুক আহম্মেদ।
নীলফামারী : ঐক্যফ্রন্টের তিন প্রার্থী দুপুরে নির্বাচন বর্জন করেন। তারা হলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে অধ্যাপক রফিকুল ইসলাম, নীলফামারী-২ (সদর) মনিরুজ্জামান মন্টু (জামায়াত), নীলফামারী-৩ (জলঢাকা) মাওলানা আজিজুল ইসলাম (জামায়াত)।
পত্নীতলা (নওগাঁ) : নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনে বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান।
সিলেট : সিলেট-১ আসনে বাসদ প্রার্থী প্রণব জ্যোতি পাল।
জয়পুরহাট : জয়পুরহাট-২ আসনে বিএনপি প্রার্থী আবু ইউসুফ মো. খলিলুর রহমান ও জয়পুরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী আসম মোক্তাদির তিতাস।
নাটোর : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি প্রার্থী অধ্যক্ষ কামরুন নাহার শিরিন বেলা, নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদ।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম হাবীব দুলাল ও ইমরান এইচ সরকার এবং বিএনপির প্রার্থী আজিজুর রহমান।
চাঁদপুর ও হাজীগঞ্জ : চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক। চাঁদপুর-২ আসনে বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দিন, চাঁদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হারুনুর রশিদ।
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ২ আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী বর্জনের ঘোষণা দেন। তারা হলেন ১-এর মো. জহুরুল ইসলাম ও ২-এর মো. হাসানুজ্জামান। চুয়াডাঙ্গা ১ আসনের বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ ভোট দিতে যাননি।
শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন।
নেত্রকোনা : নেত্রকোনা-৩ আসনে বিএনপি প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী ও নেত্রকোনা ৫ আসনে বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি প্রার্থী মো. রেজাউল করিম খান চুন্নু, কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ- তাড়াইল) আসনে জেএসডির প্রার্থী ড. মো. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপি প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম দুপুরে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এছাড়া কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিটামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি প্রার্থী মো. ফজলুর রহমানের নেতাকর্মীরা ভোট বর্জন করেছেন।
কুমিল্লা : কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী ডা. আবদুল্লাহ মো. তাহের।
সোনাগাজী ও দাগনভূঞা : ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে বিএনপি প্রার্থী মো. আকবর হোসেন।