নির্বাচনপরবর্তী করণীয় নিয়ে বিএনপির জরুরি বৈঠক বাংলাদেশ সময় আজ বিকাল ৪ টায়

ফাইল ছবি

 

নির্বাচনপরবর্তী করণীয় নির্ধারণে আজ সোমবার বিকালে জরুরি বৈঠকে বসছেন বিএনপির নীতিনির্ধারকরা।

বিকাল ৪টায় গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর হবে ২০ দলীয় জোটের বৈঠক।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে জোটটি। এমন পরিস্থিতিতে দল ও জোটের করণীয় চূড়ান্তে জরুরি বৈঠক ডাকা হয়।

Print Friendly, PDF & Email