শেখ হাসিনার লন্ডন সফরে বিএনপির বিক্ষোভে লন্ডন মহানগর বিএনপি।

যুক্তরাজ্য বিএনপির উদ্দ্যোগে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে ১৯ জুলাই শুক্রবার অবৈধ প্রধানমন্ত্রী আগমনে হিথ্র ইয়ারপোটে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভে  স্টেপ ডাউন শেখ হাসিনা’ ডিক্টেটর শেখ হাসিনা’ বলে স্লোগান.নানান স্লোগান সম্ভলিত প্লেকার্ড, গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি, বাংলাদেশে নির্যাতিত ছবি এবং ফ্রি খালেদা জিয়া সম্ভলিত প্লেকার্ড ।অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী তে  লন্ডন মহানগর বিএনপি মিছিল সহ কারে বিক্ষোভে উপস্হিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলাম ,সাধারণ সস্পাদক আবেদ রাজা, সিনিয়র সহ-সভাপতি  মোঃ আব্দুল কুদ্দুছ. সহ-সভাপতি শরীফ উদ্দিন ভুঁইয়া বাবু .আব্দুস সালাম আজাদ. যুগ্ম-সাধারণ সম্পাদক  ফয়সল আহমেদ , সহ-সাধারণ সম্পাদক তুহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক খালেদ চৌধুরী.কোষাধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, দফতর সম্পাদক  নজরুল ইসলাম মাসুক.প্রচার সম্পাদক  মো: মঈনুল ইসলাম ,সহ প্রচার সস্পাদক  শায়েক উদ্দিন. সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মাকসুদুল হক ,সহ আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ. যুব বিষয়ক সস্পাদক জমির আলী. সহ-তথ্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ. সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইমরান হোসেন ,স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ দোলেয়ার হোসেন,আফতাব আলী.মো: সাব্বির, নাজিয়া আকবর, নজরুল ইসলাম, রানা আহমেদ সোহেল,মোঃ হাফিজুর রহমান,গোলজার আহমদ.কাজী মুনীর হাসান.নজরুল ইসলাম.মোঃ মহি উদ্দিন. মো: আশরাফুল আলম,মো: তারেক উদ্দিন.জামাল মিয়া. নজরুল ইসলাম দুলু.মোঃ শরিফুল ইসলাম. মোঃ রাজু আহমদ. মোঃ  নাজিম উদ্দিন. নাদির আহমদ. কে কুরাম. জাকিবুল ইসলাম. করিম মিয়া. সায়েম আহমদ.প্রমুখ।

Print Friendly, PDF & Email